শীতের ছড়া
- বিচিত্র কুমার ২৭-০৪-২০২৪

শীতের সকাল যায় না দেখা
ঐ ছোট্ট গ্রাম টা,
শিশির ঝরে ঠান্ডা লাগে
বের হয়ে যায় যেন দমটা।
.
কেউ বা জ্বালায় খড়কুটা
কেউ বা শীতে কাঁপে,
সূর্য মামা দেয় না দেখা
সবাই তাকে শাপে।
.
পাখিগুলো আগে মতো
আর জাগে না
ভোরে,
রসের হাঁড়ি হাতে নিয়ে
কেউ বা ফিরে ঘরে।
.
কৃষক মুখে যায় যে শুনা
দুঃখ সুখের গান,
ঘরে ঘরে পিঠাপুলি
শীতেই মাতে প্রাণ।
.
বড়গোলা,বগুড়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।